দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুব্রত চন্দ্র গোপ (৩৮) দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে বুধবার(১৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেন(দিব্যান্ লোকান স্ব-গচ্ছতু)। তিনি জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিখিল চন্দ্র গোপের ছোট ছেলে।
বুধবার দুপুরে নারান্দিয়া শ্মশানঘাটে পূজা উদযাপন পরিষদের নেতা সুব্রত গোপের সৎকার সম্পন্ন করা হয়। পরলোকগমণকালে তিনি পিতা-মাতা, ভাই, স্ত্রী ও দুই শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
সুব্রত’র অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো দেখার জন্য ছুটে আসেন সর্বস্তরের মানুষ। তার অকাল পরলোকগমণে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কালিহাতীর নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গুপিনাথ মোদক, সাধারণ সম্পাদক রানা সরকার, ইউনিয়ন পূজা ফ্রন্টের আহŸায়ক মাধাই চন্দ্র দাস ও সদস্য সচিব শিবেশ চন্দ্র মোদক প্রমুখ।