আজ- ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১:২৩

গুলিতে আহত টাঙ্গাইলের শিক্ষার্থী ইমন মারা গেছেন

 

দৃষ্টি নিউজ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন(২২) নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। রোববার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।


তার বন্ধু ইমরান হোসেন জানান, টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ইমন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে ভর্তি করেন।

সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যান।


নিহত ইমন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে। তিনি ভূঞাপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাস করেন। ইমন কলেজে ভর্তিচ্ছু ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno