দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. ওয়াজকরণীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সোহেল রানা, জাহাঙ্গীর হোসেন, আবদুর রহিম, শামীম আল মামুন, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ওই বিক্ষোভ মিছিলে গোপালপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে।
