দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রী মিতুর(৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(১৮ আগস্ট) ঝাওয়াইলের ঝিনাই নদীর বেইলী ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিতু গোপালপুর উপজেলার দড়িসয়া গ্রামের নয়ন দত্তের মেয়ে ও স্থানীয় পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
								