দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্দিনা গ্রামে বন্যার পানিতে গোসল করতে গিয়ে তন্ময়(২৬) নামে এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুরে গান্দিনা স্লুইসগেট এলাকায় গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে যান। তন্ময় কালিহাতী উপজেলার ছাতিহাটী গ্রামের শাহজাহান আলীর ছেলে ও বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকিরের ভাগ্নে।
স্থানীয়রা জানায়, তন্ময় এআইইউবি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি আসেন। মঙ্গলবার দুপুরে গান্দিনা স্লুইসগেট এলাকায় গোসল করতে গিয়ে পানির নিচে ডুবে যান। কালিহাতী ও টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ৫ ঘন্টা খোঁজার পর বিকাল ৫টায় তার লাশ উদ্ধার করে।