দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীর ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে আকাশ মজুমদার(২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালিহাতী উপজেলার বর্তা এলাকায় ঝিনাই নদীর তালতলা ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকাশ মজুমদার ওই গ্রামের হারান মজুমদারের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয়রা জানায়, আকাশ মজুমদার শুক্রবার সকাল ১১টার দিকে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তিনি নদীর পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ৩০মিনিটের চেষ্টায় তার লাশ উদ্ধার করে।