ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ নভেম্বর) ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল শহর হয়ে পোড়াবাড়ি-গারোবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রা শেষে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান হেলাল, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা প্রমুখ।
এ সময় তার কর্মী-সমর্থক ও অনুসারীরা শোভাযাত্রায় অংশ নেয়।
