আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | সকাল ১১:৫৬
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

ঘাটাইলে বিনিময় পরিবহণের চলন্ত বাসের অবাক কাণ্ড!

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় বিনিময় পরিবহণের একটি চলন্ত বাস থেকে রোববার(২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত যুবকের মরদেহ ফেলে যাওয়ার তুঘলকি কাণ্ড ঘটেছে। খবর পেয়ে রাত ৮টার দিকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


স্থানীয়রা জানায়, বিনিময় পরিবহণের যাত্রীবাহী ওই বাসটি দ্রুত গতিতে চলছিল। চলন্ত অবস্থায় গাড়ি থেকে হঠাৎ এক ব্যক্তিকে সড়কে ফেলে দিয়ে বাসটি বেপরোয়া গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।


ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম জানান, রোববার রাতে বিনিময় পরিবহণের একটি বাস থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে রেখে গেছে এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটির পরিচয় শনাক্ত ও বিনিময় পরিবহণের বাসটি আটক করতে পুলিশ তৎপর রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়