ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এ উপলক্ষে সোমবার(৫ অক্টোবর) আলোচনা সভার আয়োজন করা হয়।
ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মুহাম্মদ হাসান আলী, মো. বাবুর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, এসই
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম, জেলা কমিটির কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এনামুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো.
রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পদক মাসুদ রানা, সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব প্রমুখ।
সভা পরিচালনা করেন, ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক মো. জহুরুল হক শামীম।
এ সময় বক্তারা কেন্দ্রীয় কমিটির ঘোষিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
