দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মনশাসন এলাকার ভাই ভাই রাইস মিল থেকে সোমবার(৩১ জুলাই) সকাল ১১টার দিকে শ্যামলী বর্মন (৩০) নামে এক মহিলা শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি নীলফামারী জেলার মৃনাল বর্মনের স্ত্রী।
জানা যায়, শ্যামলী বর্মন তার স্বামীকে নিয়ে ওই রাইস মিলে শ্রমিকের কাজ করতো। কাজ করার এক পর্যায়ে শ্যামলী ভাই ভাই রাইস মিলের মালিক লাল্টুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে শ্যামলীর স্বামী মৃনালের সাথে পারিবারিক কলহ চলছিল। গত শুক্রবার(২৮ জুলাই) মালিকের সাথে পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রী ঝগড়া করে ৭ বছরের মেয়েকে নিয়ে মৃনাল গ্রামের বাড়ি নীলফামারীতে চলে যায়। সোমবার সকালে মিলের অফিস রুমে শ্যামলীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মিলের মালিক তার কর্মচারীদের দিয়ে মরদেহটি শ্যামলীর রুমে রেখে তালাবদ্ধ করে রাখেন।
খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ রাইস মিলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
