দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপজেলা পরিষদের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘাটাইলের উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। ঘাটাইল উপজেলা প্রসাশন আয়োজিত এ সমাবেশে অন্যান্যের মাঝে টাঙ্গাইল পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, সাবেক পৌর মেয়র হাসান আলী, অধ্যক্ষ শামছুল আলম মনি সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘাটাইল উপজেলাকে মাদকমুক্ত করতে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে একটি করে মাদক বিরোধী সেল গঠনের নির্দেশ দেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
