দৃষ্টি নিউজ:

বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বিপিএম-পিপিএম সোমবার(৩১ জুলাই) দুপুরে ঘাটাইল থানা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি শহীদুল ইসলাম, এডিশনাল ডিআইজি মাহবুবুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, র্যাবের উর্র্ধতন কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম জানান, উত্তর টাঙ্গাইলের ঘাটাইল অঞ্চলটি মুক্তিযুদ্ধের সুতিকাগার। তার উপর ভিত্তি করেই এ স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হচ্ছে।
