দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসান(৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৪ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী সাকিবুল হাসান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের জাকির শাহ’র ছেলে।
র্যাব-১৪’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, ৩নং কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে বুধবার(১৪ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ডে অভিযান চালানোর হয়। অভিযানে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসানকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত সাকিবুল হাসান জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে র্যাবের এসআই মো. আসাদুজ্জামান বাদি হয়ে ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।