
নাশকতার মামলায় সিরাজগঞ্জের চৌহালীতে ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ মতিয়ার রহমান মতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চৌহালী উপজেলার রেহাইপুখুরিয়া এলাকা থেকে মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ২০২২ সালের দায়ের করা ভাংচুর ও নাশকতার মামলার আসামী ছিলেন মতি মেম্বার। সে পলাতক ছিলো। আজ তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
