আজ- শনিবার | ২০ ডিসেম্বর, ২০২৫
৫ পৌষ, ১৪৩২ | সন্ধ্যা ৬:৫৮
২০ ডিসেম্বর, ২০২৫
৫ পৌষ, ১৪৩২
২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ, ১৪৩২

জনগনকে বৃদ্ধাঙ্গুলী দেখালে রাজনীতি হয়না :: সুলতান সালাউদ্দিন টুকু

দৃষ্টি নিউজ:

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনে দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগনের জন্য রাজনীতি- তাই জনগনকে বৃদ্ধাঙ্গুলী দেখালে রাজনীতি হয়না। একটা দেশ শাসন করা চলে মাত্র। গণতন্ত্রকে লালন করতে পারলে বাংলাদেশ সঠিক ট্রেনে চলবে। বাংলাদেশে যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে- ততবারই বিএনপি গণতন্ত্রকে টেনে তুলেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপিই একমাত্র দল- জনগনকে সঙ্গে নিয়ে সকল সময়ে গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে মূল অবদান রেখেছেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চব্বিশে আরেকটা আন্দোলন হয়েছে। জুলাই আন্দোলন। সে আন্দোলনে জাতির সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

 

 

 

 

তিনি বলেন, গোপনে কারো সাথে মিশে দেশকে অস্থিতিশীল করা, গুপ্তভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করাও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেন তিনি।

 

 

 

জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আব্দুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ।

 

 

শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়