দৃষ্টি নিউজ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দেশের জনগন কোনোভাবেই মেনে নেবেনা। নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে বিএনপি যখন জনমত তৈরি করছে তখন একটি মহল জুলাই সনদের আইনি ভিত্তির অযুহাত তুলে গণভোট দাবি করছে- যা জাতিকে আশাহত করছে।
বক্তারা অভিমত ব্যক্ত করেন, এই মুহূর্তে জাতির একটাই চাওয়া তা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। দেশের অর্থনীতি, সমাজনীতি, গণতন্ত্র, বিনিয়োগ ও দেশের সার্বিক উন্নয়নের জন্য সংসদ নির্বাচন ছাড়া জাতির আর কোনো চাওয়া নেই। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি নয়, গণভোট হতে পারে জাতীয় নির্বাচনের পর।

শুক্রবার(৩১ অক্টোবর) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে শহর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ফরহাদ ইকবালের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অনুষ্ঠানিক বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, শহর বিএনপির সাধারণ সস্পাদক ইজাজুল হক সবুজ।
মতবিনিময় সভায় টাঙ্গাইল শহর ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
 
								

 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								