আজ- সোমবার | ২২ ডিসেম্বর, ২০২৫
৭ পৌষ, ১৪৩২ | বিকাল ৫:১০
২২ ডিসেম্বর, ২০২৫
৭ পৌষ, ১৪৩২
২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ, ১৪৩২

জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি:

টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের রাজনৈতিক কর্মী ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

 

 

 

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের কর্মী রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

 

 

তিনি জানান, রবিউল আলম জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে প্রকাশ্যস্থানে ফেস্টুন ঝুলিয়েছিলেন। সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করায় তাকে জরিমানা করা হয়। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

 

এ বিষয় ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলম বলেন, আমরা সকল ব্যানার-ফেস্টুন যথাসময়ে অপসারণ করেছি। কিন্তু আমাদের অজান্তে ভুলক্রমে একটি ফেস্টুন অপসারণ করা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এ দণ্ড মেনে নিয়েছি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়