আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | সকাল ৬:৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

‘জুপিটার’ পাঠ্য করে আনন্দ ভ্রমণ!

দৃষ্টি নিউজ:


‘জুপিটার’ প্রকাশনীর গাইড বই ঘাটাইলের ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য করার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সেই টাকায় আনন্দ ভ্রমণ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষক নেতারা নিষিদ্ধ ঘোষিত ‘গাইড বই’ পাঠ্যতালিকায় বাধ্যতামূলক করেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জাঁকজমকভাবে শিক্ষক সমিতি আনন্দ ভ্রমণে সফিপুরে যান।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ‘জুপিটার’ প্রকাশনীর গাইড বই ঘাটাইলের ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে তুলে দিতে শিক্ষক সমিতির নেতারা সাড়ে সাত লাখ টাকা নেন। এর মধ্যে ছয় লাখ টাকার কথা শিক্ষকদের জানানো হয়। বাকি অর্থ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার কয়েক কর্মকর্তা ভাগ-বাটোয়ারা করে নেন- এমন তথ্য নাম প্রকাশ না করা একাধিক শিক্ষকের।ওই শিক্ষকদের দাবি এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা গ্রহন করুক।
ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান জানান, এসব প্রপাগান্ডা। তারা কোনো প্রকাশনী সংস্থার সঙ্গে কোনো চুক্তি কনে নি। এমনকি কোন শিক্ষার্থীকে ‘জুপিটার গাইড’ কিনতে বলেন নি- যার যেটা ইচ্ছা কিনছে।
লাইব্রেরিতে গাইড বই কিনতে আসা জাকির হোসেন নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক জানান, অনিচ্ছা সত্ত্বেও গাইড বই কিনতে হচ্ছে। বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ নিয়ে জানাগেছে, ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীই ‘জুপিটার’ নামে গাইড বইটি কিনতে বাধ্য হচ্ছে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমার কাছে এ নিয়ে কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়