দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮ অক্টোবর) টাঙ্গাইলের সিভিল সার্জনের অফিসের কনফারেন্স রুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়- টাইফয়েড প্রতিরোধে টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ শিশুকে টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের শিশুকে প্রথম দফায় শিক্ষা প্রতিষ্ঠানে চলতি মাসের ১২-৩০ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় কমিউনিটি পর্যায়ে নভেম্বর ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে এ সময় বক্তব্য উপস্থাপন করেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, মেডিকেল অফিসার ডাক্তার আবু জাফর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।