আজ- শুক্রবার | ২ জানুয়ারি, ২০২৬
১৮ পৌষ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৪৭
২ জানুয়ারি, ২০২৬
১৮ পৌষ, ১৪৩২
২ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলের চারটি আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দৃষ্টি নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণা করেন।

 

 

 

 

জেলার মোট ৮টি আসনের মধ্যে প্রথম দিন ৪টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নানা কারণে টাঙ্গাইল-১ আসনে ৩ প্রার্থী, টাঙ্গাইল-২ আসনে ১ জন, টাঙ্গাইল-৩ আসনে ২ জন এবং টাঙ্গাইল-৪ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

 

 

 

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিল থাকাসহ নানা কারণে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

 

 

 

 

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া ও মো. শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

 

 

 

 

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তথ্যের গড়মিল ও নানা কারণে ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়