দৃষ্টি নিউজ:
হাটি হাটি পা পা করতে করতে টাঙ্গাইলের ছেলে সুজন রাজা এখন নিয়মিত টিভি নাটকে কাজ করছেন। মিডিয়াতে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে তার এই পথ চলা। নিজের দক্ষতা, শ্রম আর মেধা দিয়ে জায়গা করে নিতে চান শো-বিজ অঙ্গণে। উঠতি সম্ভাবনাময় এই অভিনেতা ইতোমধ্যেই এটিএন বাংলা, বৈশাখী টিভি’র বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ডিবি’ নাটক অন্যতম।
সুজন রাজা বলেন, শিল্পী ঐক্যজোটের সম্মানিত সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব, সাধারণ সম্পাদক জিএম সৈকত স্যার আমাকে টিভি নাটকে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অভিনয়ের পাশাপাশি শিল্পী ঐক্যজোটের হয়ে সারাজীবন মানবতার কাজ করে যেতে পারি।