আজ- বৃহস্পতিবার | ৮ জানুয়ারি, ২০২৬
২৪ পৌষ, ১৪৩২ | রাত ১১:৫৮
৮ জানুয়ারি, ২০২৬
২৪ পৌষ, ১৪৩২
৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলের দুই নারী প্রার্থীরই মনোনয়ন বাতিল

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে মাত্র দুই নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে তাদের দু’জনেরই মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

 

 

 

 

 

তারা হচ্ছেন- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি।

 

গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি জানান, দলীয় মনোনয়ন ফর্ম ও অঙ্গিকারনামার মূল কপি জমা না দিয়ে তিনি ভুল করে ফটোকপি জমা দেন। ফলে তার মনোনয়ন আপাতত বাতিল হয়েছে। তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। সকল প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে তিনি মনোনয়ন ফিরে পাবেন আশা করেন। তিনি সবার কাছে দোয়া চান।

 

 

 

 

ঘাটাইলের আইনিন নাহারের ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষরের সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। সদরের ফাতেমা রহমান বীথির ক্ষেত্রে দলীয় সুপারিশযুক্ত মনোনয়নপত্র দাখিল না করায় মনোনয়ন বাতিল হয়। প্রার্থীতা ফিরে পেতে তিনিও নির্বাচন কমিশনে আপীল করবেন বলে জানিয়েছেন।

 

 

 

 

 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮টি সংসদীয় আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

 

মনোনয়নপত্র জমা দেন ৬৫ জন প্রার্থী। এরপর যাচাই-বাছাই শেষে একাধিক কারণে ওই দুই নারী সহ ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। বর্তমানে ৮টি সংসদীয় আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৩৭ জন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়