দৃষ্টি নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে টাঙ্গাইলের ৪টি আসনের মোট ২২ প্রার্থীর নমিনেশন বৈধ হিসেবে গৃহীত হয়েছে। শনিবার(৩ জানুয়ারি) সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে নমিনেশন ফরম যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক ওই ঘোষণা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৫ (সদর) আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৬ জনের নমিনেশন বৈধ হিসেবে গৃহীত হয়েছেন। তাদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ফরহাদ ইকবাল ও জাতীয় পার্টির প্রার্থী মোজাম্মেল হক সহ ৬ জনের নমিনেশন গৃহীত হয়েছে।
টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের নমিনেশন গৃহীত হয়েছে। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু, জামায়াতে ইসলামীর একেএম আব্দুল হামিদ, গণধিকার পরিষদের মোহাম্মদ কবির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আখি নূর মিয়া ৭ জনের নমিনেশন গৃহীত হয়েছে।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের নমিনেশন গৃহীত হয়েছে। তারা হচ্ছেন- বিএনপি প্রার্থী আবুল কালাম সিদ্দিকী, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. তোফাজ্জল হোসেন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের নমিনেশন গৃহীত হয়েছে। তাদের মধ্যে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, জাতীয় পার্টির মোহাম্মদ নাজমুল হাসান, জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম খান সহ ৬ জন রয়েছেন।
টাঙ্গাইলের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক বলেন, শনিবার দ্বিতীয় ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের নমিনেশন যাচাই-বাছাই করা হয়েছে। এতে নমিনেশনে তথ্যের গড়মিল ও নানা কারণে ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবার(২ জানুয়ারি) টাঙ্গাইলের সংসদীয় ৪টি আসনের নমিনেশন যাচাই-বাছাই করা হয়।
