দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলার সকল সাংবাদিকদের অংশগ্রহনে আন্তঃউপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেণ্ট মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে। সকালে টুর্নামেণ্টের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ।
https://youtu.be/UjT7sf0rHLg
উদ্বোধনী খেলায় ঘাটাইল প্রেসক্লাব বনাম দেলদুয়ার প্রেসক্লাব অংশ নেয়। টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে এ টুর্নামেণ্টে জেলার সকল উপজেলা প্রেসক্লাব অংশ নিচ্ছে। প্রতি ইনিংসে ২০ ওভার করে খেলা অনুষ্ঠিত হচ্ছে।