দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা পুলিশ বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৮ সেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার(৬ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে বুধবার(৭ জানুয়ারি) সকাল পর্যন্ত সখীপুর, ঘাটাইল, মির্জাপুর, নাগরপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল থানার বিভিন্ন এলাকা থেকে ওই ৮জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাছির হোসেন, রিফাত, মো. সোহেল মিয়া, মো. ইস্পাহানি ডালি, মো. মানিয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মো. সাদিকল ইসলাম ও মোছলেম। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন মামলায় অভিযুক্ত এজাহার নামীয় সদ্ধিগ্ন আসামি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে তাদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
