দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এনটিভির ১৫ বছরে পদার্পন উদযাপিত হয়েছে। সোমবার(৩ জুলাই) সন্ধায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বর্ষপুর্তি অনুষ্টানের আয়োজন করে এনটিভি দর্শক ফোরাম টাঙ্গাইল শাখা।
অনুষ্ঠানের শুরুতে আলোচকরা এ দীর্ঘ পথচলায় এনটিভি পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সংবাদের ক্ষেত্রে একটি নিরপেক্ষ টেলিভিশন চ্যানেল হিসেবে এনটিভি যে সুনাম রয়েছে তা ধরে রেখে আরো সামনের দিকে চ্যানেলটি এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। আলোচকরা এনটিভির টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেনের ভূয়সী প্রশংসা করেন।
এনটিভি দর্শক ফোরাম টাঙ্গাইল শাখার সভাপতি ডা. সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ ন সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, সাবেক জিপি এস আকবর খান, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনিরসহ বিভিন্ন সাংস্বৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, এনটিভি দর্শক ফোরাম টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু। আলোচনা পর্ব শেষে বর্ষপুর্তির কেক কাটেন অতিথিরা।