আজ- ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  বিকাল ৪:২৮

টাঙ্গাইলে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনিক তৎপরতা জোরদার

 

দৃষ্টি নিউজ:

কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলে ব্যাপক প্রশাসনিক তৎপরতা চালানো হচ্ছে। লকডাউন বাস্তবায়নে বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম কাজ করছে।

বৃহস্পতিবার(১ জুলাই) সকাল থেকে টাঙ্গাইল শহরের বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে এক প্লাটুন সেনাবাহিনী টহল দিচ্ছে।

বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াক জানান, মাস্ক পরিধান সহ সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জরুরি কাজ ছাড়া অফিস বা ঘর থেকে বের হওয়া যাবেনা। লকডাউন সফল করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি জানান, জেলার সদর উপজেলায় পাঁচটি ও ১১টি উপজেলায় ২৪টি ম্যাজিস্ট্রের নেতৃত্বে মোবাইল টিম কাজ করছে।

বৃহস্পতিবার(১ জুলাই) সকাল থেকে সেনাবাহিনীর সাতটি টিম টহল দিচ্ছে। প্রতিটি টিমে ৯জন করে সেনা সদস্য রয়েছে। এছাড়া বিজিবি’র ২০জন সদস্য, প্রতিটিমে আট জন সদস্যের র‌্যাবের তিনটি পেট্রোল টিম।

আনসার বাহিনীর ২০টি টিম ও ৮০০ আনসার সদস্য এবং জেলায় ১১৩টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব পদ মর্যাদার একজন সদস্য জেলার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিচ্ছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno