আজ- বৃহস্পতিবার | ৬ নভেম্বর, ২০২৫
২১ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৭:৪৫
৬ নভেম্বর, ২০২৫
২১ কার্তিক, ১৪৩২
৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে কিশোর ফুটবলার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার:

টাঙ্গাইলে কিশোর (অনুর্দ্ধ-১৫) বিভাগীয় পর্যায়ে খেলার জন্য জেলার ফুটবলার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় কিশোর (অনুর্দ্ধ-১৫) পর্যায়ে দল গঠনের জন্য টাঙ্গাইল থেকে পাঁচজন খেলোয়াড় বাছাই করা হয়। এদিন সকালে ৬০ জন ফুটবলারের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রশিক্ষণের মাধ্যমে চূড়ান্ত তিনজন ও স্টান্ডবাই দুই জনসহ মোট পাঁচজন ফুটবলারকে বাছাই করা হয়।

 

 

 

 

 

 

বাছাইকৃত ফুটবলার হলেনে- টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকার সুজিত সরকারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র রুদ্র সরকার ও শাহাদত হোসেনের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র মিরাজ, আনুহলার মজনু মিয়ার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র বেল্লাল হোসেন, ভূঞাপুর উপজেলার আ. রশিদ ও আয়নাল হকের ছেলে যথাক্রমে সপ্তম শ্রেণির ছাত্র শাহরিয়ার সাকিব ও নবম শ্রেণির ছাত্র রিফাত হাসান।

 

 

 

 

 

 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ফুটবলার বাছাই প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম আল মামুন, ফুটবল কোচ রনজিৎ রায় ও আরিফ আকন্দ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়