আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | রাত ১১:২২
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল শহরের দিঘুলিয়া বাউসা জামাইপাড়া নামক স্থানে চাঁদার টাকা না পেয়ে দোকান বন্ধ করে তালা দেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বুধবার(৯ আগস্ট) দোকান মালিক ওই এলাকার মৃত আবু সাইদের ছেলে মো. আ. ছালাম জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে প্রকাশ, শহরের দিঘুলিয়া বাউসা বাজারে মো. আ. ছালাম দীর্ঘদিন যাবত ওয়ার্কশপের ব্যবসা পরিচালনা করছিলেন। স্থানীয় মৃত হবির ছেলে মো. রওশন ওরফে রোশনাউন(৪৫) ও মৃত আসান আলীর ছেলে মো. আজাহার(৪৮)-দের সাথে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রওশন ও আজাহার আরো ৫-৬জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গত ৫ আগস্ট সন্ধ্যায় মো. আ. ছালামের দোকানে গিয়ে তিন লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা আ. ছালামকে ওয়ার্কশপ থেকে বের করে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেন এবং তিন লাখ টাকা না দেওয়া পর্যন্ত দোকানের তালা খুলে দিবেনা বলে হুমকি দেয়। পরে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে দোকানের তালা খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও তারা দোকান খুলে দেয়নি। পরে বাধ্য হয়ে বুধবার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী(সদর থানা) আদালতে মামলা দায়ের করেছেন। আদালত জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়