দৃষ্টি নিউজ:

জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে এবং সাংগঠনিক পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন, গণভোজ, আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদি।
মঙ্গলবার(১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শোকর্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
টাঙ্গাইল জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিনুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সহ-সভাপতি মো. সেলিম তরফদার, যুগ্ম-সম্পাদক আলহাজ আব্দুর রহিম কালু, নাহিদা আক্তার পলি, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার শেলী, মহিলা বিষয়ক সম্পাদক মীর ফাহমিদা জেরীন নিলা, সহ-সাহিত্য সম্পাদক কবি সেলিম রেজা, অর্থ সম্পাদক কাজী সোহরাব হোসেন, পরিষদ নেতা সৈয়দ সাজ্জাদ জহির, শিরিন আক্তার, হেদায়েতুল ইসলাম নাসিম, রমিছা খাতুন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল আলম।
