আজ- রবিবার | ২৮ ডিসেম্বর, ২০২৫
১৩ পৌষ, ১৪৩২ | রাত ৪:৪২
২৮ ডিসেম্বর, ২০২৫
১৩ পৌষ, ১৪৩২
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে জামায়াত-বিএনপি নেতাসহ আটক ৭৩

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নাশকতার আশঙ্কায় বিএনপি, জামায়াত ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৭৩ জনেক আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, শহর বিএনপির যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম রেজাউল করিম, কালিহাতী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, বিএনপি নেতা আমিনুর রশিদ, জামায়াত কর্মী শাহআলম, ইসলামী ছাত্র শিবির নেতা সবুজ, সখীপুর পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ আলম সুমন রয়েছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো. শরিফুল হক জানান, গত দু’দিনে টাঙ্গাইল সদর থেকে নয় জন, দেলদুয়ার চার জন, নাগরপুর আট জন, বাসাইল চার জন, মির্জাপুর থেকে ১৬ জন, কালিহাতী থেকে পাঁচ জন, ঘাটাইল থেকে পাঁচ জন, মধুপুর থেকে ছয় জন, গোপালপুর থেকে তিন জন, ভূঞাপুর থেকে পাঁচ জন, ধনবাড়ী থেকে পাঁচ জন এবং সখীপুর থেকে তিনজনকে আটক করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়