আজ- মঙ্গলবার | ১৪ অক্টোবর, ২০২৫
২৯ আশ্বিন, ১৪৩২ | রাত ১১:০৩
১৪ অক্টোবর, ২০২৫
২৯ আশ্বিন, ১৪৩২
১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ যুবক গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজ পাড়ার মিজানুর রহমানের বাসার পাশে খালি জায়গায় শুক্রবার(২১ অক্টোবর) গভীর রাতে কতিপয় ব্যক্তি ধারালো চাপাতিসহ বেশকিছু দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবু ছালাম এতথ্য নিশ্চিত করেছেন।


গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- শহরের দক্ষিণ থানা পাড়ার আ. জলিলের ছেলে মো. রফিক মিয়া(৩৭), একই এলাকার আ. হাইয়ের ছেলে সম্রাট(৩৪), সদর উপজেলার যুগনী গ্রামের খলিল মিয়ার ছেলে ইউসুফ আলী(২৫), শহরের বেপারীপাড়ার মিন্টু মিয়ার ছেলে আবিদ হাসান হৃদয়(৩০) ও কালিহাতী উপজেলা সদরের লিটন মন্ডলের ছেলে লেলিন মন্ডল(২৬)।


ওসি মো. আবু ছালাম জানান, শুক্রবার গভীর রাতে শহরের দক্ষিণ কলেজ পাড়ার মিজানুর রহমানের বাসার পাশে খালি জায়গায় অন্ধকারে বসে কতিপয় ব্যক্তি ধারালো চাপাতিসহ বেশকিছু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে এ খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। অভিযানকালে উল্লেখিত ব্যক্তিরা গ্রেপ্তার হলেও কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়।


ওসি জানান, গ্রেপ্তারকৃত ডাকাত মো. রফিক মিয়ার নামে ১১টি, সম্রাটের নামে ৮টি, ইউসুফের নামে ১১টি, আবিদ হাসানের নামে ৭টি ও লেলিনের নামে ২টি মামলা রয়েছে। নানা সময়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলাগুলো দায়ের করা হয়।


ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক(এসআই) শুভ্র সাহা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়