
দৃষ্টি নিউজ:
ঢাকা থেকে টাঙ্গাইলে আসা আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছেন সদর উপজেলা প্রশাসন। শনিবার(১৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেন।
জানা যায়, আবুল কালাম আজাদ ঢাকা থেকে টাঙ্গাইল পৌরসভার দিঘুলীয়ায় তার নিজ বাড়িতে আসেন। তিনি ঢাকার উত্তরায় একটি ফ্যাক্টরিতে চাকুরি করেন। ঢাকা থেকে এসে বাড়ির বাইরে অযথা ঘোরাফেরা করতে থাকেন। এলাকাবাসী নিষেধ করা সত্বেও তিনি ঘোরাফেরা অব্যাহত রাখেন। পরে স্থানীরা উপজেলা প্রশাসনকে খবর দেয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, ওই ব্যক্তি ঢাকার উত্তরা থেকে দিঘুলীয়ায় নিজ বাড়িতে আসেন। তাকে হোম-কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ এবং বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
