দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের ছয়আনী ও পাঁচআনী বাজারের তিন চালের দোকানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ২২ হাজার টাকা জরিমানা করেন।
https://youtu.be/-M5b6HmBEDw
ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান বলেন, শহরের ছয়আনী ও পাঁচআনী বাজারের তিনটি চালের দোকানে প্লাস্টিকের বস্তা থাকায় দোকান মালিককে বাইশ হাজার টাকা জরিমানা করা হয়। পাটজাত আইন ২০১০ সালের ১৪ ধারায় তাদের আর্থিক জরিমানা করা হয়।