দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। রোববার(২৭ অক্টোবর) সন্ধ্যায় মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান, বাসভবন এবং শ্মশানে মঙ্গল প্রদীপ জ্বালানো হয়। আলোয় আলোয় ভরে ওঠে চারপাশ। দূর হয় অন্ধকার, অকল্যাণের ভয়। শ্মশানে প্রদীপ জ্বালিয়ে স্বর্গীয় পিতা-মাতা ও স্বজনদের স্মরণ করা হয়।
প্রকাশ, কার্তিকের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় শ্যামা পূজা। শ্যামাই হচ্ছেন কালী। তাই দিনটি কালীপূজার দিন হিসেবেও অভিহিত। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা ম-পে মৃন্ময়ী প্রতীমা নির্মাণ করে পূজা করা হয়। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়।
লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে ধুমধাম করে শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়। মায়ের পায়ে দেয়া হয় ভক্তের নৈবিদ্য। সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্জ্বলনের পর রাতে কালীপূজা অনুষ্ঠিত হয়। আয়োজনে থাকে প্রসাদ বিতরণ, অতিথি আপ্যায়ন এবং আরতি ইত্যাদি।
