আজ- ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ৪:৩৯

টাঙ্গাইলে দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার(৬ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ওই মেলার উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।


টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলা একাডেমির সচিব (যুগ্ম-সচিব) এএইচএম লোকমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।


টাঙ্গাইল জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা সাহিত্য মেলা-২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান।


সাহিত্য মেলায় প্রবন্ধ পাঠ ও লেখক কর্মশালায় জেলার বিভিন্ন অঞ্চলের কবি ও লেখকরা অংশগ্রহণ করছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno