দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে দুটি দেশীয় অস্ত্র ও হেরোইনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)। শনিবার (২৯ মে) সকালে মধুপুর ও মির্জাপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মধুপুর উপজেলার পন্ডুরা শেওড়া পাড়া গ্রামের বাসিন্দা মৃত নাজিম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলামকে(৪০) গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় অস্ত্র, আট লাখ টাকা মূল্যমানের ৮০ গ্রাম হেরোইন ও চারটি বিদেশী মূদ্রা উদ্ধার করা হয়।
অপরদিকে, মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রাম থেকে দুই মাদক ব্যবসয়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন- মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রামের মো. গেদু মিয়ার ছেলে মো. রজ্জব মিয়া(৩৫) ও মৃত নূর উদ্দিনের ছেলে শাহবুদ্দিন(৪০)।
এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যমানের ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মধুপুর ও মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব কমান্ডার।