আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:২৬

টাঙ্গাইলে দুর্ঘটনা রোধে তিন দফা দাবিতে মানবন্ধন

 

দৃষ্টি নিউজ:

‘অব্যবস্থাপনার কারণে জীবন ক্ষয়, আর নয়- আর নয়’ এ স্লোগানে তিন দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) বিকালে শহরের নিরালা মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হচ্ছে, অরক্ষিত ড্রেন সংস্কার, রাস্তায় জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার ও জেনারেল হাসপাতালে সার্বক্ষনিক ডাক্তার নিশ্চিত করা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ঝান্ডা চাকলাদার, প্রগতি মানব সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, হান্নান বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৪ ফেব্রুয়ারি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চলাচলের সময় ড্রেনে পড়ে হাবিব খান নামে এক শিক্ষার্থী আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার না থাকায় সঠিক চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno