আজ- বৃহস্পতিবার | ৬ নভেম্বর, ২০২৫
২১ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৭:৪২
৬ নভেম্বর, ২০২৫
২১ কার্তিক, ১৪৩২
৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে পিটিসিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৬তম টিআরসি ব্যাচের ট্রেইনি রিক্রুট (কনস্টেবল) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে ওই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন।

 

 

 

 

 

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আওলাদ হোসেন প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 

 

 

 

 

প্রধান অতিথি পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হওয়াই একজন সৈনিকের প্রধানতম লক্ষ হওয়া উচিত। তিনি নবীন সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

 

 

 

 

 

এসময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমসহ পুলিশ ট্রেনিং সেন্টারের অফিসাররা উপস্থিত ছিলেন। এবারের ৫৬তম ব্যাচে মোট প্রশিক্ষনার্থী ছিলেন ৬২৩ জন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়