আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:৫২

টাঙ্গাইলে পোস্টাল ইডি কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের পোস্ট অফিসগুলোতে কর্মরত কর্মচারীরা সম্মানিভাতা ন্যূনতম ৬ হাজার ৮০০টাকা করার দাবিতে রোববার(৮ এপ্রিল) শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।
টাঙ্গাইল শহরের শহরের বিশ্বাস বেতকাস্থ ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের(ডিপিএমজি) কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ইডি কর্মচারী ইউনিয়ন আয়োজিত অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, ডাক বিভাগের ২৩ হাজার অবিভাগীয় (ইডি) কর্মচারীদের সম্মানিভাতা অবিলম্বে ৬ হাজার ৮০০ টাকা করতে হবে। দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি মানববন্ধনেও অংশ নেয়।
এ সময় টাঙ্গাইল জেলা ইডি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. সোলায়মান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আলম সিকদার, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন পোস্ট অফিস থেকে ইডি কর্মচারিরা ওই কর্মসূচিতে অংশ নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno