আজ- বুধবার | ৫ নভেম্বর, ২০২৫
২০ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৬:২৩
৫ নভেম্বর, ২০২৫
২০ কার্তিক, ১৪৩২
৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে প্রতিবেশী ভাবীর হাতে দেবর খুন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুরের চরখিদির গ্রামে মঙ্গলবার(২ মার্চ) বিকালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী ভাবী আলেয়া বেগমের দায়ের আঘাতে দেবর আঞ্জু মিয়া(৪৫) খুন হয়েছেন।

নিহত দেবর আঞ্জু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুরের চরখিদির গ্রামের হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা এ ঘটনায় ভাবী আলেয়া বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি একই গ্রামের তাহের হোসেনের স্ত্রী।

মগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুর রহমান খোকা জানান, নিহত আঞ্জু মিয়া ও আলেয়া বেগমের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকালে আঞ্জু মিয়া ও আলেয়া বেগমের মাঝে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে আলেয়া বাড়িতে থাকা দা দিয়ে আঞ্জু মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা আলেয়া বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রতিবেশী আলেয়া বেগমকে আটক করা হয়েছে। তবে কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, হত্যার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। আটকের পর আঞ্জুকে কুপিয়েছে বলে তিনি স্বীকার করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়