আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৮:৩৬

টাঙ্গাইলে প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৬ মে) টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশ নিয়ে ওই সনদপত্র বিতরণ করেন।


জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত মতবিনিময় সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম, প্রশিক্ষণার্থী আঞ্জুমান আরা, রাশেদুল হাসান প্রমুখ।


সভায় জেলা প্রশাসক ফ্রিল্যান্সিং এ যুক্ত হয়ে আত্ম উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। পরে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno