আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | সকাল ৮:৫৮
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতি ৭ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারক লিপি প্রদান করেছে। বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সকালে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল্যাহ সরকার, সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম মাজহার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, যুগ্ম-সম্পাদক মো. শওকত আকবর, সহ-সম্পাদক মো. ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনার রশিদ, মঞ্জুরুল কাদের, সহ-মহিলা সম্পাদক মমতাজ বেগম, অর্চণা পাল, লিপি আক্তার, সদস্য আব্দুল্লাাহ আল মামুন, হুমায়ন কবির প্রমুখ।
বক্তরা ৭ দফা দাবির মধ্যে রয়েছে, অষ্টম জাতীয় বেতনস্কেল অনুযায়ী প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ পূর্বক তাদের পূর্বেপ্রাপ্ত টাইমস্কেল বর্তমান বেতন গ্রেডের সাথে যুক্ত করা, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা গ্রহন করা, প্রধান শিক্ষকের পদকে ব্লকমুক্ত করে জেষ্ঠ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতির ব্যবস্থা গ্রহন করা, পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতনস্কেল সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ন্যয় প্রদান করা, প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রদান করে সহকারী শিক্ষকের শূণ্যপদে নিয়োগের ব্যবস্থা গ্রহন করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী ভেকেশনাল সার্ভিসের পরিবর্তে নন-ভেকেশনাল সার্ভিস হিসেবে গণ্য করা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ব্যতীত অন্যান্য সকল পরীক্ষাসমূহের দায়িত্ব পূর্বের মত বিদ্যালয় ভিত্তিক প্রধান শিক্ষকদের হাতে অর্পণ করা। মানববন্ধন শেষে র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকপিপি প্রদান করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়