আজ- শুক্রবার | ১৯ ডিসেম্বর, ২০২৫
৪ পৌষ, ১৪৩২ | রাত ১০:৩২
১৯ ডিসেম্বর, ২০২৫
৪ পৌষ, ১৪৩২
১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

সারা দেশের ন্যায় টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ এর পঞ্চম ব্যাচের লিখিত ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ ডিসেম্বর) সকালে শহরের আশেকপুরস্থ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার(২০ ডিসেম্বর) ভর্তির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।

 

 

 

 

 

দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় টাঙ্গাইল জেলার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে পঞ্চম ব্যাচের ভর্তি পরীক্ষা মোট ২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাছিনুর রহমান তালুকদার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম এবং সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক অমিত মন্ডল, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমান সহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করেন।

 

 

 

 

 

 

লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা জানান, টাঙ্গাইলসহ দেশের মোট ৪৮টি জেলায় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

 

 

 

প্রকাশ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৫ সালে দেশের ৪৮ জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়