আজ- মঙ্গলবার | ২১ অক্টোবর, ২০২৫
৫ কার্তিক, ১৪৩২ | রাত ১০:৫৫
২১ অক্টোবর, ২০২৫
৫ কার্তিক, ১৪৩২
২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও সবজি বীজ বিতরণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট। মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য রবীন্দ্র মোহন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এমএ রৌফ, জার্মান রেড ক্রসের প্রতিনিধি হাসিবুল ইসলাম, মো. আনোয়ারুল আবেদিন, জেলা ইউনিট অফিসার এটিএম জিয়াউল আহসান প্রমুখ।

https://youtu.be/mzb7MUUQgK8

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সাড়ে চার হাজার টাকা করে ৪৫ লাখ টাকা এবং সবজি বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়