আজ- শুক্রবার | ১৭ অক্টোবর, ২০২৫
১ কার্তিক, ১৪৩২ | ভোর ৫:১২
১৭ অক্টোবর, ২০২৫
১ কার্তিক, ১৪৩২
১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক সাংসদ সহ ৩ জন গুরুতর আহত

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়া নামক স্থানে শনিবার(১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক সংসদ সদস্যসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহত সংসদ সদস্যের নাম গোলাম মোস্তফা আহমেদ। তিনি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ।
দেলদুয়ার থানার ওসি (তদন্ত) দিদারুল ইসলাম জানান, জাতীয় সংসদ-২৯, গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ঢাকা যাওয়ার পথে মহাসড়কের নাটিয়াপাড়া নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্যসহ তার সাথে থাকা অপর তিনজনও গুরুতর আহত হয়। তাদের মধ্যে সাংসদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
গুরুতর অবস্থা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়।
দায়িত্বরত চিকিৎসক সোবহান জানান, সাংসদের অবস্থা অত্যন্ত আশংকাজনক। তাকে সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়