দৃষ্টি নিউজ:

‘গাছে গাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে বায়ুমন্ডলে কার্বন হ্রাস করণ প্রকল্পের উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ জানুয়ারি) দুপুরে উদয়ন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়।
উদয়ন সমাজ কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা এরিয়া ম্যানেজার মীর মাহ্ফুজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উদয়ন সমাজ কল্যাণ সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উদয়ন সমাজ কল্যাণ সমিতির ডিজিএম মো. মেজবাহ উদ্দিন। কর্মলালায় স্বাগত বক্তব্য রাখেন, উদয়ন সমাজ কল্যাণ সমিতির এজিএম মাইনুল ইসলাম আরমান।
অনুষ্ঠান পরিচালনা করেন, সমিতির টাঙ্গাইল সদর উপজেলার এরিয়া ব্যবস্থাপক ইয়াসমিন আক্তার পলি। এ সময় উদয়ন সমাজ কল্যাণ সমিতি টাঙ্গাইলের চার উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
