আজ- বুধবার | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২ | রাত ৯:০৬
১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শনিবার(৭ নভেম্বর) তাদের ভাষায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ উপলক্ষে শহরের রেজিস্ট্রিপাড়া সিলমি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শুকুর মাহমুদ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক

আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এ দিনে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্ত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেন। ইতিহাসের এ দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে বিএনপি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়