আজ- বুধবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
৯ আশ্বিন, ১৪৩২ | রাত ১০:৩২
২৪ সেপ্টেম্বর, ২০২৫
৯ আশ্বিন, ১৪৩২
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বাসার আইপিএসের সংযোগ পরীক্ষা করতে গিয়ে মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) শরিফুল ইসলাম রাজা(৩৫) নামে এক আইনজীবী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি শহরের বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি কন্যা সন্তান রেখে গেছেন।

 

 

 

 

 

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস পরীক্ষা করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় আশ-পাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা শান্তাহার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় সামাজিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

 

 

 

 

 

শরিফুল ইসলাম রাজা বেসকারী সংস্থা সেতু এনজিও‘র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সেতুর চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সেতুর নির্বাহী পরিচালক মীর্জা সাহাদত হোসেন, পরিচালক (প্রশাসন) বিমল চক্রবর্তী, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার সহকারী সম্পাদক এসএম আওয়াল মিয়া শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়