আজ- বুধবার | ১৫ অক্টোবর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২ | রাত ১১:১৩
১৫ অক্টোবর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২
১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত

দৃষ্টি নিউজ:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বুধবার(১৫ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক।

 

 

 

 

 

 

এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

 

 

 

 

 

 

আলোচনা সভার বক্তারা বলেন, বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ২০০৮ সাল থেকে এই দিবসটি উদযাপিত হচ্ছে। হাত ধোয়ার মাধ্যমে ৫০% অসুখ প্রতিরোধ করা যেতে পারে।

 

 

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিয়মিত হাত ধোয়া ডায়রিয়াজনিত রোগ ৪০ ভাগ পর্যন্ত এবং শ্বাসকষ্টজনিত রোগ শতকরা ২০ ভাগ পর্যন্ত কমাতে পারে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হাতধোয়ার অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতি ৫৭ ভাগ পর্যন্ত হ্রাস করা যায়।

 

 

 

 

 

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও দৃষ্টি প্রতিবন্ধীরা অংশ নেয়।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়